ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে চোরাই ৫টি মটরসাইকেল সহ ২ চোর গ্রেফতার
আব্দুর রশিদ, খুলনা :
ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে ৫টি চোরাই মটরসাইকেল সহ ২ চোর গ্রেফতার ও চুরি করা সরঞ্জাম উদ্ধার । খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, মোঃ মোস্তাফিজুর রহমান ও ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা, যশোর,ও খুলনার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়েছে।
আসামী ১) মোঃ সালাউদ্দীন (৩১) পিতা মোঃ আহসান আলী, গ্রাম কাকশিয়ালী, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা। ২) মোঃ সম্রাট ইসলাম ওরফে শান্ত (১৯) পিতা মোঃ বাহাদুর শেখ, গ্রাম সোনাখালী, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট, তার বর্তমান ঠিকানা কৃষ্ণনগর বাইতুল আকছা গলি খালেকের বাড়ির ভাড়াটিয়া, (জিরো পয়েন্ট) থানা লবণচরা,কেএমপি খুলনা। এদের কে গ্রেফতার করা হয়।য়েছে। ২ টা মাষ্টার চাবি , ১ টি তালা খোলার টিহ্যান্ড, তাদের ব্যাবহারিত ৩ টি মাথার টুপি উদ্ধার করা হয়।
জনাযায়, চোর চক্রের সদস্যরা ২/৩ টি গ্রুফ মিলে সু কৌশলে চুরি করে আসত। এদের মদ্যে কেউ বিক্রেতা, কেউ মডিফাইয়ার হিসাবে আলাদা আলাদা ভাবে কাজ করত বলে স্বীকার করেন । অভিযানে উদ্ধার হওয়া গাড়ীর গুলো হলো এ্যাপাছি আরটিআর ১৬০ সিসি ১ টি, এ্যামাহা এফজেড এস ১৬০ সিসি ১ টি, বাজার ডিসকাভার ১২৫ সিসি ১ টি, হিরো ইসপেলেন্ডার ১০০ সিসি ১ টি, বাজার পালসার ১৫০ সিসি ১ টি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার কনি মিয়া ও তার সঙ্গীয় ফোর্স বাহিনী। এ ব্যাপারে ওসি কনি মিয়া সাংবাদিকদের বলেন আমাদের এই অভিযান অব্যাহত চলবে।
Please follow and like us: