কালিগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারি আটক
আরাফাত আলী :
কালিগঞ্জে অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে মোজাহিদুল ইসলাম (২১), একই এলাকার মোহাম্মদ সরদারের ছেলে নুর আলম (২২) ও ইস্রাফিল সরদারের ছেলে সবুজ সরদার (১৯)।
সূত্র জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ এলাকা থেকে ওই তিন ছিনতাইকারিকে আটক করে স্থানীয় জনতা। ওই সময় তাদের কাছ থেকে ১ টি চাকু, ১ টি চাইনিজ কুড়াল ও ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক আবু সাঈদর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার উপ-পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ছিনতাই মামলা হয়েছে। বহস্পতিবার (১১ আগস্ট) সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: