গাড়িতে আচমকা বিস্ফোরণে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার দেশ বোরকিনা ফেসোর উত্তরাঞ্চলে গাড়িতে থাকা বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় সহায়তা করতে আসা আরেকটি গাড়িও বিস্ফোরণের মুখে পড়ে। এতে অন্তত ১৫ সেনা নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বোরকিনা ফেসোর কেন্দ্রর উত্তরাঞ্চলের ব্যাম প্রদেশের একটি গ্রামীণ সড়কে মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটে।
ঐ এলাকায় সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় বেসামরিকদের লক্ষ্য করে নিয়মিতই হামলা চালায় ইসলামিক বিপ্লবীরা। ২০১৫ সাল থেকে এ বিপ্লবীদের সঙ্গে আল কায়দা ও ইসলামি স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, যখন উদ্ধার ও নিরাপত্তার অভিযান পরিচালনার জড়ো হয় সেনাবাহিনী তখেই দ্বিতীয় বোমাটি সক্রিয় হলেই অনেক হতাহতের ঘটনা ঘটে।
তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
ঐ অঞ্চলের গভর্নর পৃথক বিবৃতিতে মঙ্গলবার বলেন, আমাদের অঞ্চলের উত্তরাঞ্চলে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় পাঁচ বেসামরিক ও পাঁচ স্বদেশরক্ষী নিহতের পর ২৪ ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর ওপর বোমা হামলা চালানো হলো।
এর আগে, গত সপ্তাহে ব্যাম প্রদেশের অ্যাম্বুসে ইসলামি বিপ্লবীদের হাতে চার সৈন্য ও ৯ স্বদেশীরক্ষী নিহত হন।
চলতি বছরের জানুয়ারি বোরকিনা ফেসোসের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের পর ইসলামিক বিপ্লবীদের আক্রমণ বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাবাহিনীর নিরাপত্তা জোরদারের কথা থাকলেও দুর্বৃত্তদের সহিংসা এখনো উদ্বেগজনক।
ইসলামিক বিপ্লবীদের সহিংসতার কারণে বোরকিনা ফেসোর ১৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যত হয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার সাহেল অঞ্চলের হাজারো মানুষ হত্যার শিকার হয়েছেন।