সামেক হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কাল

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন আউট সোর্সিং কর্মীকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাইসহ একাধিক দূর্নীতির ঘটনায় সাতক্ষীরা মেডিকেল কলেজের দুই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যালয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস ও অধ্যাপক ডা: কামরুজ্জামানের বিরুদ্ধে এ তদন্ত করবে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টীম।

এর আগে গত ৩১ জুলাই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ অধিদপ্তরের যুগ্ম সচিব (পার) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং: ২২ ৫৯.০০.০০০.১০৮.৯৯.০০১.২২-৬৪) তদন্তের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তদন্তকাজের সমর্থনে সাক্ষী ও তথ্য প্রমাণসহ স্বশরীরে উপস্থিত থাকার জন্য ওই স্মারক পত্রের মাধ্যমে সকলকে অনুরোধ করেন তিনি।

এদিকে তদন্ত কাজ ব্যাহত করাসহ তদন্তে প্রভাব সৃষ্টি করতে সামেক হাসপাতাল প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা গেছে। গুঞ্জন উঠেছে যারা ওই দুই চিকিৎসকের নানা অনিয়ম ও দূর্নীতি সম্পর্কে জানেন তাদের সামেক হাসপাতালে উপস্থিতি ঠেকাতে ওই বহিরাগতদের ব্যবহার করা হবে।

জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন আউট সোর্সিং কর্মীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু, ২০২২ সালের ২৯ জানুয়ারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস ২০২০ সালের নিয়োগকৃত ২২ জনের মধ্যে ৬ জনের নিয়োগ বাতিল করে নতুন ১১ জনসহ ৩৩ জনের একটি তালিকা প্রকাশ করেন।

আর এঘটনার প্রতিকার চেয়ে গত ২৬ মে ভূক্তভোগিদের পক্ষে মেহেদী হাসান বাদি হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন (রিট পিটিশন: ৬৩০৩/২০২২)। এর একপর্যায়ে গত ৫ জুন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মহিউদ্দীন শামিম এক আদেশে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক ছাঁটাই করা আউট সোর্সিং কর্মীদের পূর্ণবহালপূর্বক চার সপ্তাহের ভিতরে নোটিশ বোর্ডে তালিকাভূক্তির নির্দেশ দিলেও আদালতের শোকজের কোন জবাব দেননি অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস।

অভিযোগ রয়েছে, ওই ৬ আউটসোর্সিং কর্মীকে ছাঁটাই করার নৈপথ্যে ছিল স্বজনপ্রীতি। আউট সোর্সিং নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে অধ্যাপক ডা: কামরুজ্জামান তার তিন আত্মীয় শেখ সুজন, শেখ বিল্লাল ও শেখ সজীবকে নিয়োগ দেন। আর ছাঁটাই হওয়া অপর তিন আউটসোর্সিং কর্মীর স্থলে অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস তার তিন নিকট আত্মীয়কে নিয়োগ দেন।

এব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস ও অধ্যাপক ডা: কামরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)