‘দুর্ভোগ চরম আকার ধারণ করবে’
অনলাইন ডেস্ক :
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সভাপতি ড. গোলাম রহমান বলেছেন, সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রিত লোডশেডিংয়ের মাধ্যমে জ্বালানি ব্যয় কমাতে, অর্থাৎ সাশ্রয়ী হতে। এটাকে তো ভালো বলা যায় না। এরমধ্যেই জ্বালানির দাম বাড়ল। এখন দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। সবকিছুতেই এর প্রভাব পড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও নাভিশ্বাস হয়ে উঠবে।
গোলাম রহমান আরও বলেন, এর আগে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছিল সরকার। তখন দেখা গেছে সবকিছুর দাম বেড়ে গেছে। বিশেষ করে পরিবহণ খাতে প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে। এ ছাড়া অন্যান্য সব জিনিসের দামও বেড়েছে। এখন জ্বালানির দাম বাড়ায় স্বাভাবিকভাবে দুর্ভোগ বাড়বে। তবে এটাও ঠিক বিশ্ববাজারে জ্বালানির মূল্য অনেক বেড়েছে। এ কারণে সরকারের ভর্তুকির পরিমাণও হয়তো বেড়েছে। সরকার যেভাবে দাম বৃদ্ধি করল, সেটি ঠিক হলো না।