ভাসানচরে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ও কানাডা
নিউজ ডেস্কঃ
জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডা নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পে সহযোগিতা নিয়ে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের লিখিতভাবে জানিয়েছে, তারা এখন থেকে ভাসানচরে সহায়তা দেবে। কানাডা জানিয়েছে, তারাও ভাসানচরে সহায়তা দেবে।
শাহরিয়ার আলম বলেন, ভাসানচরে জাতিসংঘের বিশেষ করে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) যে কার্যক্রম, তা শুরু হয়নি। বাংলাদেশের ওপর একভাবে চাপ পড়ছিল ভাসানচরের জন্য। সেটা অনেকাংশে লাঘব হবে তাদের নতুন এ সহযোগিতা নিশ্চয়তার মধ্য দিয়ে।
ভাসানচরে মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্ত হওয়ার উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, শুরুতে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করলেও সেই অবস্থান বদলে সম্প্রতি ভাসানচরে শরণার্থীদের জন্য কাজ শুরু করতে সম্মত হয় জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও কানাডাও বিরোধিতা করেছিল। অবশেষে তারাও ভাসানচরে যুক্ত হচ্ছে।