দেবহাটায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও এদেশের ক্রীড়াঙ্গন এবং সাংষ্কৃতিক অঙ্গনে শেখ কামালের অনবদ্য অবদানের নানান দিক তুলে ধরে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, দেবহাটা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, আওয়ামী লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু প্রমূখ।
সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নের্তৃবৃন্দরা।
Please follow and like us: