থাইল্যান্ডে মদের দোকানে ভয়াবহ আগুনে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্কঃ
থাইল্যান্ডের সাত্তাহিপ জেলার একটি মদের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ৪০ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত ১টার দিকে জেলার সুকুমভিট এলাকার মাউন্টেন বি নামের দোকানে এ ঘটনা ঘটে।
সাওয়াং রোজানা থামমাসাথান ফাউন্ডেশন জানায়, রাত ১টায় যখন দোকানে আনন্দে মেতে উঠছিলেন তখনই আগুন লাগে।
ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন দেখে মানুষ চিৎকার করে নিরাপত্তার জন্য দৌড়াচ্ছেন। অনেকের শরীরে আগুন লাগার বিষয়টি দেখা গেছে।
ইএনএন নিউজ জানায়, নয়জন পুরুষ ও চারজন নারী আগুন লেগে মারা গেছেন। ফাউন্ডেশনটির উদ্ধারকারীরা জানান, এ অগ্নিকাণ্ডে ৪১ জন দগ্ধ হয়েছেন।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন ফ্লু তা লুয়াং থানার পুলিশ কর্মকর্তারা।
ফ্লু তা লুয়াং থানার পুলিশ প্রধান পোল কল উত্তিপং সোমজাই বলেছেন, এখন পর্যন্ত নিহতরা সবাই থাই নাগরিক।
Please follow and like us: