সাতক্ষীরাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি:

‘একশ্রেনীর সামাজিক শৃংঙ্খলা বিনষ্টকারী উগ্রবাদীগোষ্টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার অজুহাতে দেশব্যাপী সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে অপচেষ্টা করে আসছে। অনেক প্রকৃতঘটনাকে ভিন্নখাতে প্রবাহিতকরতে ধমীয় সংখ্যা লঘুসম্প্রদায়ের নেতৃস্থানীয় মানুষদের অমর্যাদকর অবস্থার মধ্যে ফেলছে। আগামী দুর্গা পুজা ও নির্বাচনকে এগোষ্টির অপতৎপ্ররতা আরো বাড়ার সম্ভবনা রয়েছে প্রশাসনকে আরো নজরদারী বাড়াতে হবে। আগামী দূর্গাপুজা যেন শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে ও সাতক্সীরাতে একটি দূর্গা প্রতিমাও আক্রান্ত না হয় সেজন্য জনপ্রতিনিধি ও প্রশাসনকে সজগ হতে হবে।’

সাতক্ষীরাতে ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার করে কোন গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সক্রিয় ভুমিকা রাখার দাবিতে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষা কমিটি, সাতক্ষীরার পক্ষ হতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। আজ সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যাক্ষ আশেক-ই-এলাহী। সংগঠনের সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ,

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, জাসদ জেলা সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি কম. আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফেকুর রহমান মিলটন, উদীচী জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, নদী ও পরিবেশ রক্ষা কমিটির কমিটির সভাপতি আদিত্য মল্লিক বাস্তহারা সমিতির সাধারন সম্পাদক আব্দুস ছামাদ, পুস্কারপ্রাপÍ যুবসংগঠক শেখ ফারুক হোসেন ও মফিজুর রহমান প্রমুখ্য।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার জন্য আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকি তবে সাতক্ষীরা জেলায় সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ বসবাস ও যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)