যেন ভূতের বাড়ি!
অনলাইন ডেস্ক :
দশমিনার শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি যেন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। ময়লা আবর্জনার স্তূপ আর অযত্ন অবহেলায় লাইব্রেরি যেন ময়লার ভাগাড়। পর্যাপ্ত বই বরাদ্দ, অর্থ সংকট আর পরিত্যক্ত ভবনের কারণে লাইব্রেরিগুলো অস্তিত্ব সংকটে রয়েছে। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরিই নেই। আবার থাকলেও তাতে শিক্ষার্থীদের নিয়মিত পদচারণা নেই।
ঝুঁকিপূর্ণ ভবনে হওয়ায় শিক্ষার্থীরা সেখানে যেতে চায় না। একই দশা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। পরিত্যক্ত ভবনে লাইব্রেরি যেন ভূতের বাড়ি। হাজিরহাট নিু মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে কোনো লাইব্রেরির সন্ধান মেলেনি। চরহোসনাবাদ আলীম মাদ্রাসার একই দশা। বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, তাদের লাইব্রেরির ভবনটি ঝুঁকিপূর্ণ।
ভেঙেপড়ার আতঙ্ক থাকায় তারা লাইব্রেরিতে যান না। দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বলেন, তাদের প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে সেটা তিনি জানেনই না। দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত বলেন, লাইব্রেরির আসবাবপত্র সংকট রয়েছে। গত ১০ বছরে তারা লাইব্রেরির জন্য কোন বরাদ্দ ও বই পাননি।