দেশে এই প্রথম আফ্রিকান ‘কুশ’ মাদক জব্দ
নিউজ ডেস্ক:
অপ্রচলিত ও নতুন মাদক বিক্রি এবং আফ্রিকান মাদক ‘কুশ’ তৈরির মূল হোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাদের দাবি, কুশ মাদক এই প্রথম দেশে জব্দ করা হয়েছে। এটির উৎপত্তি পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। সেখান থেকেই এ মাদক বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সাঈদকে আটক করা হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, দেশে এবারই প্রথম অপ্রচলিত মাদক আফ্রিকান কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় এ মাদক তৈরির মূল হোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে প্রায় ৩ কোটি টাকার দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিনিয়র এএসপি ইমরান।