আশাশুনিতে তথ্য বাতায়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে তথ্য বাতায়ন ব্যবস্থাপনা (ন্যাশনাল পোর্টাল) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ূালি বক্তব্য রাখেন, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষকেরন দায়িত্ব পালন করেন, এটিআই প্রকল্পের এ্যাসিস্ট্যান্ড প্রোগ্রামর কাজী মোহাম্মদ মিথুন ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মোস্তাফিজুর রহমানসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।