‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ
নিউজ ডেস্ক:
‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ এ পুরস্কার অর্জন করে।
তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এ পুরস্কার দেওয়া হয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
ফাউন্ডেশনটি জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮ এর দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানের কাছে একটি পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং চিঠি হস্তান্তর করেছে।
Please follow and like us: