দেবহাটায় সংখ্যালঘূ বৃদ্ধার গাছ কর্তন, বাঁধা দেয়ায় হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় রঞ্জিতা সরকার (৫৫) নামের এক সংখ্যালঘূ বৃদ্ধার রেকর্ডিয় মালিকানাধীন জমি থেকে স্থানীয় এক মাদকসেবী কর্তৃক জোরপূর্বক নারিকেল গাছ কর্তনকালে বাঁধা দেয়ায় ওই বৃদ্ধাকে হত্যার হুমকি দেয়াসহ ধারাল কুড়াল নিয়ে ধাওয়া করার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা উত্তর শশাডাঙ্গা গ্রামের মৃত রাধাপদ সরকারের বিধবা স্ত্রী। বর্তমানে বৃদ্ধার পরিবার চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন।
ভুক্তভোগী রঞ্জিতা সরকারের ছেলে সাতক্ষীরা শহরের মোটর ম্যাকানিক গনেশ চন্দ্র সরকার জানান, আমাদের পৈত্রিক বসতভিটার দক্ষিণে মৃত রাজুল সরকার ওরফে রেজোপদ সরকারের মাদকাসক্ত ছেলে অতুল সরকারের বসবাস। দীর্ঘদিন ধরে মাদকসেবী অতুল সরকার জোরপূর্বক আমাদের জমি থেকে নারিকেল গাছ কেটে নেয়াসহ আমাদের জমি জবরদখলের পায়তারা করে আসছে। এনিয়ে অতুলের সাথে আমাদের বিরোধ চলে আসছিল।
শনিবার দুপুরে অতুল সরকার ধারালো কুড়াল নিয়ে আমাদের জমি থেকে আমার বাবার হাতে লাগানো প্রায় ৩০ বছরের নারিকেল গাছটি কাটতে শুরু করে। একপর্যায়ে আমার মা রঞ্জিতা সরকার বাঁধা দিতে গেলে মাদকসেবী অতুল আমার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ কুড়াল নিয়ে মাকে ধাওয়া করে। এসময় স্থানীয়রা ছুটে গিয়ে আমার মাকে প্রানে বাঁচান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান গনেশ সরকার।