অর্পিতার বাড়ি থেকে উধাও চারটি বিলাসবহুল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের পদচ্যুত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উধাও হয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। এমনটাই জানা গেছে কেন্দ্রীয় দুর্নীতি তদন্তকারী কর্তৃপক্ষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্র মারফত।
ইডি সূত্রে খবর, অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটে মোট পাঁচটি বিলাসবহুল গাড়ি ছিল। শুক্রবার সকালে হঠাত্ করেই ‘উধাও’ হয়ে যায় চারটি। তার পর থেকে এ নিয়ে চলছে জল্পনা।
ইডি সূত্রে জানা গেছে, ‘উধাও’ হওয়া গাড়িগুলোর মধ্যে ছিল একটি মার্সিডিজ-বেঞ্জ, একটি অডি, একটি হোন্ডা সিটি এবং একটি হোন্ডা সিআর-ভি। প্রতিটি গাড়িই বেশ দামি।
অর্পিতার ‘উধাও’ হওয়া গাড়িগুলোর মধ্যে প্রথমেই উল্লেখ করতে হবে মার্সিডিজ-বেঞ্জের কথা। এই গাড়িটিতে অর্পিতাকে দেখেছেন বলে আবাসনের এক বাসিন্দা দাবি করেছেন। অর্পিতা যে মার্সিডিজ গাড়িতে চড়ে ঘুরতেন তার আনুমানিক মূল্য ৩০ লাখ রুপি বলে ইডির ভাষ্য।
অর্পিতার ডায়মন্ড সিটি আবাসন থেকে ‘উধাও’ হয়েছে একটি অডি গাড়িও। মার্সিডিজের মতো অডিও বিশ্বজুড়ে অন্যতম বিখ্যাত গাড়ি। সূত্রের খবর, অর্পিতা যে অডি গাড়িটি ব্যবহার করতেন, তার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ রুপি।
অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে একটি হোন্ডা সিআর-ভি গাড়িও ‘নিখোঁজ’। সিআর-ভি গাড়িটি হোন্ডার একটি জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি গাড়ি। ২০০২ সালে প্রথম এই গাড়িটি ভারতের বাজারে আসে। ভারতে সাত সিটের এই গাড়ির আনুমানিক মূল্য ২৮ থেকে ৩২ লাখ রুপি।