দীর্ঘদিন পর উপস্থাপনায় জয়া আহসান
অনলাইন ডেস্ক :
ঢাকা ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় নিয়েই ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ঢাকার চেয়ে তার ব্যস্ততা বেশি কলকাতায়। বছরের বেশিরভাগ সময় সেখানেই থাকেন। এক সময় উপস্থাপনাও করতেন এ অভিনেত্রী।
অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর উপস্থাপনায় তাকে খুবই কম দেখা গেছে। দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফিরেছেন জয়া। আজ মুক্তি পেল মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিনেমাটির প্রচারণায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটির কলাকুশলীদের নিয়ে মাছরাঙা টেলিভিশনের একটি আড্ডায় হাজির হন এ অভিনেত্রী।
এ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসাবে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি হাওয়া সিনেমার টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি; ভীষণ ভালো একটি সময় কেটেছে।
আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক রয়েছে। যেমন-তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলীর আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি।
তা ছাড়া সিনেমায় আমার প্রথম প্রযোজনা দেবীতে তার প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবেন, আমি এবং আমার প্রযোজনা সংস্থাকে সব সময়ই পাশে পাবেন।’ অনুষ্ঠানটি গতকাল মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে।