কাতার বিশ্বকাপে কোন দল কোন হোটেলে থাকবে

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস। তার আগেই প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় সব উপকরণ। মাঠ থেকে শুরু করে হোটেল, অনুশীলন ভেন্যু সব কিছুই চূড়ান্ত করেছে স্বাগতিক দেশ কাতার।

বিশ্বকাপের অন্যান্য আসরের মতো দলগুলোকে এবার এক হোটেল থেকে অন্য হোটেলে যেতে হবে না। বলা যায় খেলোয়াড় ও দলের স্টাফদের ঝামেলা কমে গেছে অনেকটাই। কারণ এক হোটেলেই কাটিয়ে দেয়া যাবে পুরো বিশ্বকাপ।

মঙ্গলবার ফিফা অংশ নেয়া ৩২টি দলের হোটেল ও অনুশীলন ভেন্যুর নাম জানিয়ে দিয়েছে। যার মধ্যে ২৪টি দলের হোটেল কাতারের রাজধানী দোহার নিকটে। বাকি দলগুলোও উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে খুব বেশি ঝামেলায় পড়বে না।

এক নজরে দেখে নিন দলগুলোর হোটেল ও অনুশীলনের ভেন্যুগুলো:

গ্রুপ – দেশ – হোটেল – অনুশীলন ভেন্যু

কাতার
আল আজিজিয়ান বুটিক হোটেল
অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৩

ইকুয়েডর
হায়াত রিজেন্সি ওরিক্স দোহা
মেসাইমির এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

সেনেগাল
দুহাইল হ্যান্ডবল স্পোর্টস হল
আল দুহাইল এসসি ২

নেদারল্যান্ডস
দ্য সেন্ট রেজিস দোহা
কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৬

বি

ইংল্যান্ড
সোক আল ওয়াকরা হোটেল কাতার বাই টিভোলি
আল ওয়াকরাহ এসসি স্টেডিয়াম

ইরান
আল রায়ান হোটেল দোহা কুরিও কালেকশন বাই হিলটন
আল রায়ান এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস ১

যুক্তরাষ্ট্র
মারসা মালাজ কেম্পিনস্কি, দ্য পার্ল- দোহা
আল ঘারাফা এসসি স্টেডিয়াম

ওয়েলস
ডেল্টা হোটেলস সিটি সেন্টার দোহা
আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ২

সি

আর্জেন্টিনা
কাতার ইউনিভার্সিটি হোস্টেল ১
ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ৩

সৌদি আরব
সিলাইন বিচ, এ মুরওয়াব রিসোর্ট
সিলাইন ট্রেনিং সাইট

মেক্সিকো
সিমাইসমা, এ মুরওয়াব রিসোর্ট
আল খোর এসসি স্টেডিয়াম

পোল্যান্ড
ইজদান প্যালেস হোটেল
আল খারাইতিয়াত এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

ডি

ফ্রান্স
এ লাক্সারি কালেকশন রিসোর্ট অ্যান্ড স্পা, দোহা
আল সাদ এসসি স্টেডিয়াম

অস্ট্রেলিয়া
নিউ অ্যাস্পায়ার অ্যাকাডেমি অ্যাথলেট অ্যাকোমোডেশন
অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ৫

ডেনমার্ক
রিতাজ সালওয়া রিসোর্ট অ্যান্ড স্পা
আল সাইলিয়া এসসি ২

তিউনিসিয়া
উইনধাম গ্র্যান্ড দোহা ওয়েস্ট বে বিচ
আল ইগলা ট্রেনিং সাইট ৩

স্পেন
কাতার ইউনিভার্সিটি হোস্টেল ৩
কাতার ইউনিভার্সিটি ট্রেনিং সাইট ১

কোস্টারিকা
দুসিত ডি২ সালওয়া দোহা
আল আহলি এসসি স্টেডিয়াম

জার্মানি
জুলাল ওয়েলনেস রিসোর্ট
আল শামাল স্টেডিয়াম

জাপান
রেডিসন ব্লু হোটেল দোহা
আল সাদা এসসি নিউ ট্রেনিং ফ্যাসিলিটিস ১

এফ

বেলজিয়াম
হিলটন সালওয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলাস
সালওয়া ট্রেনিং সাইট

কানাডা
সেঞ্চুরি প্রিমিয়ার হোটেল লুসাইল
উম সালাল এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

মরক্কো
উইনধাম দোহা ওয়েস্ট বে
আল দুহাইল এসসি স্টেডিয়াম

ক্রোয়েশিয়া
হিলটন দোহা
আল এরসাল ট্রেনিং সাইট ৩

জি

ব্রাজিল
দ্য ওয়েস্টিন দোহা হোটেল অ্যান্ড স্পা
আল আরাবি এসসি স্টেডিয়াম

সার্বিয়া
রিক্সোস গালফ হোটেল দোহা
আল আরাবি এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

সুইজারল্যান্ড
লে রয়্যাল মেরিডয়ান দোহা
ইউনিভার্সিটি অব দোহা ট্রেনিং ফ্যাসিলিটিস

ক্যামেরুন
বেনিয়ান ট্রি দোহা অ্যাট লা সিগালে মুশাইরেব
আল সাইলিয়া এসসি স্টেডিয়াম

এইচ

পর্তুগাল
আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেল
আল শাহানিয়া এসসি ট্রেনিং ফ্যাসিলিটিস

ঘানা
ডাবলট্রি বাই হিলটন দোহা- আল সাদা
অ্যাস্পায়ার জোন ট্রেনিং ফ্যাসিলিটিস ১

উরুগুয়ে
পালম্যান দোহা ওয়েস্ট বে
আল এরসাল ট্রেনিং সাইট ১

দক্ষিণ কোরিয়া
লে মেরিডিয়ান সিটি সেন্টার দোহা
আল ইগলা ট্রেনিং সাইট ৫

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)