হৃদরোগে আক্রান্ত মিন্টু বাঁচতে চাই
Post Views:
৪২৬
ফারুক সাগর(তালা প্রতিনিধি): পাটকেলঘাটার আছাদুজ্জাম মিন্টু ওরফে ছোট মিন্টু বাঁচতে চাই ।তারুন্যের তেজ আর পোশাকে আভিজাত্যের ছোয়ার কারনে খেয়ালীপনায় তাকে কেউ কেউ মডেল মিন্টু বলেও ডাকত। সেই সময় থেকে উপজেলার আ’লীগ নেতার বেশ বাধ্যগত ছিল সে । তাদের কথা যেন পিতার আদেশের সমান ছিল তার কাছে । পরবর্তীতে সে সরুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন । সালটা ২০১৩ সারাদেশে তান্ডব চলচ্ছিল। । পত্রপত্রিকা আর টিভি চ্যানেল খুললেই চারিদিকে মৃত্যু সংবাদ আর সন্ত্রাসী তান্ডব। প্রান ভয়ে অনেক আ’লীগ নেতা আত্মগোপনে ছিল। কিন্তু সেদিনের সেই তরুন অপশক্তিকে প্রতিহত করার জন্য দলকে শক্তিশালী করতে মাঠে ছিল সবসময় । নেতার আদেশ পালন করতে গিয়ে হয়তবা আজ পরিবার সমাজের চোখে চিহ্নিত সন্ত্রাসী এবং সবচেয়ে বাজে ছেলে ।
বেশ কিছুদিন আগে জানতে পারি সেই তরুন ছেলে আজকের ৩৫বছরের টগবগে যুবকের হৃদযন্ত্রে ধরা পড়েছে পাঁচটি ব্লক। ডাক্তার বলছে তাকে বাঁচাতে গেলে লাগবে প্রায় তিনলক্ষাধিক টাকা। রাজনৈতিক অঙ্গনে দৌড়াতে গিয়ে মিন্টু আজ ছন্নছাড়া সংসারে নুন আনতে পানতা ফুরায়। ঘরে স্ত্রী আর চার বছরের একমাত্র সন্তান । তার চিকিৎসা ব্যয় করতে গিয়ে ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। একজন গনমাধ্যম কর্মী হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি দেখার পর কথা বলি সহকর্মীদের সাথে।তারা জানায় অসুস্থ মিন্টু বিনা চিকিৎসায় বাড়িতে বাঁচার জন্য সবার কাছে আকুতি জানাচ্ছে । কেউ সাড়া দিচ্ছে আবার কেউ বা নিরব। এদিকে জেলার সাবেক এক শীর্ষনেতা থেকে শুরু করে উপজেলার নেতাদের সাহায্যের আবেদন দিয়ে ফেসবুকে দায় সারা পোষ্ট দিয়েছে । তাদের যে সামাজিক মর্যাদা আর বিত্তবৈভব তা দিয়ে হর হামেশায় চিকিৎসা চলে মিন্টুর। আজ যদি সল্প অর্থের অভাবে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় ওই যুবক। এ ব্যর্থতা আমাদের সকলের। পরিশেষে বলতে চাই আসুন সকলে মিলে মানবিক মানুষ হয়ে মিন্টুর জীবন বাঁচাতে এগিয়ে আসি।কবি বলেছেন ” সকলে আমরা সকলের তরে প্রত্যেকে মোরা পরের তরে”।
সাহয্যের জন্য বিকাশ নাম্বারঃ- ০১৭১২-৭৭৩৭০৬(পার্সোনাল)