কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
Post Views:
৩৫৫
কামরুল হাসান।। গৌরবোজ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭জুলাই) বিকেলে কলারোয়া পৌরসভার হলরুমে এক আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জালালবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুম উজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম, অমিত হাসান চয়ন, নয়ন, রাজু, তুহিন, দেলোয়ার হোসেন, সন্দ্রীপ ঘোষ, শেখ নাইস, শেখ জর্জ, সাইফুল ইসলাম, রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা স্বেচ্ছাসেবকলীগের রেজানুজ্জামান লিটু।
#######