কলারোয়ায় ব্লাক জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
Post Views:
৩২৮
কামরুল হাসান।।
কলারোয়ায় ব্লাক জাতের ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল হতে এই ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনী শেষে সেরা ছাগলচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অফিসার (ভেটেরিনারি অফিসার) সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল।
বছরের শ্রেষ্ঠ ছাগল চাষী হিসাবে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার গ্রহণ করেন রামকৃষ্ণপুরের বজলুর রহমান ও পাঁচপোতার আবুবকর সিদ্দিক।
সভাপতির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস বলেন- দিনে দিনে আমরা মৌলিকত্ব হারাচ্ছি, তাই কিছু কিছু মৌলিকত্ব ধরে রাখতে হবে। ছাগল চাষীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন-আপনাদের সব ধরনের সহযোগিতা করছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দী।