সাতক্ষীরায় জব ফেয়ার শুভ উদ্বোধন হয়েছে
একরামুজামান জনিঃ
কারিতাস খুলনা অঞ্চলের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান কর্পোরেশনের অর্থায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় জব ফেয়ার অনুষ্টিত হয়েছে।(২৬ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টায় সুলতানপুর ক্যাথলিক মিশন মিলনায়তনে প্রকল্পের কারিতাস সাতক্ষীরা, কারিতাস খুলনা অঞ্চলের অধিনে অনুষ্টিত হয়। উক্ত সেমিনার অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক কারিতাস খুলনা অঞ্চল মি: দাউদ জীবন দাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা ডিডি সন্তোস কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিরেক্টর সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সৈয়দ শাহিনুর আলী,ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর এ,কে,এম শফিউল আযম, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, ম্যানেজার সিটিএসপি, কারিতাস সেন্ট্রাল অফিস নোয়েল গোনছালবেছ, এ্যাডভাইজার জিআইজেড রতন মানিক সরকার , টিম লিডার জিএফএ কনসালটিং গ্রুপ এ্যালস্টার মেচিন , ডেপুটি টিম লিডার জিএফএ কনসালটিং গ্রুপ হাবিবুর রহমান , ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, রাবেয়া পারভীন কাউন্সিলর প্রিন্সিপাল টিটিসি একেএম মিজানুর রহমান, বুনন হস্তশিল্প গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মো: মামুন হাসান, ব্যাবস্থাপনা পরিচালক জি এম নুরুল ইসলাম রনি,রনি প্লাইউড এন্ড ডোর ইন্ডাষ্ট্রিজ, ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
শুরুতে ফিতা কেটে জব ফেয়ার এর ষ্টল উদ্বোধন করেন, এর পর সকল অতিথিদ্বয় এর উপস্থিতিতে একে একে ১৫ টি ষ্টল পরিদর্শন করেন এবং উপস্থিত সকলকে উৎসাহ প্রদান করেন। দ্বিতীয় পর্যায় জব সেমিনারে অংশগ্রহন করেন। উক্ত সেমিনারে বক্তরা বলেন জব ফেয়ারের মাধ্যমে সাতক্ষীরায় এক নতুন অধ্যায় উন্মোচিত হলো যার ফলে প্রশিক্ষিত অনেক ছেলে মেয়েরা কাজের সুযোগ পাবে এবং কোথায় কোথায় চাকরির সুযোগ আছে সে বিষয়গুলো সকলে জানতে পারবে। অতিথিদ্বয় এর মুক্ত আলোচনায় প্রশিক্ষনার্থিদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সুযোগ সুবিধা নিয়ে মুক্ত আলোচনা হয় যা থেকে বেরিয়ে আসে সাতক্ষীরা সিটিতে কল-কারখানা ইন্ডাষ্ট্রিজ এর স্বল্পতা থাকায় কাজের সুযোগ পর্যাপ্ত নাই তবুও যে সুযোগ রয়েছে তা যেন প্রশিক্ষনার্থিরা গ্রহন করতে পারে সে দিক সকলে সজাগ দৃষ্টি রাখার প্রত্যায় ব্যাক্ত করেন এবং শেষে বুনন গ্রুপ সাতক্ষীরার ব্যাবস্থাপনা পরিচালক ২০ জন প্রশিক্ষন গ্রহনকারীদের মাঝে।
Please follow and like us: