ফোবোসের ছবি তুলেছে চীনা মহাকাশযান
বিজ্ঞান ডেস্ক :
চীনা মহাকাশযান তিয়ানওয়েন-ওয়ান মঙ্গলগ্রহের চাঁদ ফোবোসের হাই-রেজ্যুলেশনে ঝকঝকে ছবি তুলেছে। ফোবোস ও তিয়ানওয়েন-ওয়ান নানা উচ্চতায় প্রদক্ষিণ করছিল বলে সঠিক মুহূর্তে ছবি তোলা ছিল দুঃসাধ্য। বিজ্ঞানীদের কঠোর চেষ্টা ও অত্যাধুনিক প্রযুক্তির কারণেই এসেছে এই সাফল্য।
লালগ্রহের চাঁদ ফোবোসের প্রায় ৫ হাজার কিলোমিটার দূর থেকে উচ্চ-প্রযুক্তির ক্যামেরায় তোলা হয়েছে ছবিটি। নির্ভুলভাবে ছবিটি তুলতে বিজ্ঞানীদের বেশ হিসাব-নিকাশ করতে হয়েছে। এখন উপগ্রহটির গঠন ও লালগ্রহেই সেটি ভেঙে পড়বে কি-না তা জানতে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
তিয়ানওয়েন-ওয়ানের ডিজাইনার ঝু কিংহুয়া জানান, নির্ভুলভাবে ছবিটি তুলতে বিজ্ঞানীদের বেশ হিসাব-নিকাশ করতে হয়েছিল। সেকেন্ডের ব্যবধানে ছবিটি তুলতে সঠিক গণনা, স্থির অবস্থান ও সময়মতো নিয়ন্ত্রণ প্রয়োজন। এই সাফল্যে ভবিষ্যৎ মিশনের জন্য প্রযুক্তিগত অভিজ্ঞতাও লাভ করেছে চীনা মহাকাশযানটি।
ঝু কিংহুয়া আরো জানান, মঙ্গলের চাঁদ ফোবোস কীভাবে গঠিত, এটি কি শেষ পর্যন্ত মঙ্গলেই বিধ্বস্ত হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বৈজ্ঞানিক তথ্যের প্রয়োজন যা বিজ্ঞানীরা বিশ্লেষণ করবেন।
মঙ্গলের চাঁদ ফোবোস সৌরজগতের প্রাথমিক ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য দিতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।