দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্ট’র নেটওয়ার্ক প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:
দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টিমান নিশ্চিত করনের উদ্দেশ্যে সহযোগীতা মূলোক কার্যক্রম অব্যহত রেখেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্ট। যার ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীতে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ সেবাসমূহ নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট উপকরণাদি সরবরাহের লক্ষ্যে সামাজিক সংগঠন (সিএসও) এবং স্থানীয় উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্ক প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর জুলিয়াস আর্থার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সংগঠনটির অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় অফিসার করিমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাস চন্দ্র, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য ও আ.লীগ নেতা রবিউল ইসলাম প্রমূখ। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ প্রেসক্লাবের অন্যান্য নের্তৃবৃন্দ, রাইট টু গ্রো প্রজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধূরী, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, ফাইন্যান্স অফিসার প্রনতি পালমা এবং কুলিয়া ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাইট টু গ্রো প্রজেক্টের ধারণা ও উল্লেখযোগ্য কার্যক্রমের পাশাপাশি দূর্নীতি প্রতিরোধ ও নিরাপত্তা নীতিমালা, লক্ষিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ বিষয়ক সম্ভাব্য চাহিদা নিরুপন প্রকল্পটির সাথে সমন্বিতভাবে সিএসও এবং স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা নিরুপন বিষয়ে বিস্তারিত আলোচনাসহ নেটওয়ার্কিং সংক্রান্ত কমিটি গঠন করা হয়।
Please follow and like us: