তালায় কপোতাক্ষ যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সোমবার (২৫ জুলাই) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারে কপোতাক্ষ যুব পানি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তরণের এস আর এম প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির, গণগ্রন্থাগারের মোঃ আফজাল হোসেনসহ কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্যবৃন্দ। এ সময় কপোতাক্ষ যুব কমিটির সদস্যদের আধুনিক পদ্ধতিতে জৈব উপায়ে উচ্চমূল্যের ফল ও সবজি চাষের উপকারিতা এবং টিআরএম বাস্তবায়নে যুবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের উপকারিতা এবং এর প্রভাবে তালা উপজেলার মানুষের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়।