কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান
Post Views:
৪০১
কামরুল হাসান ।। কলারোয়ায় ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র উদ্যোগে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ২জনকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ইউএনও অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত উপজেলার সিংগা গ্রামের শিশু ঋতু খাতুন ও আলাইপুর গ্রামের তবিবর রহমানের পুত্রের হাতে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সহযোগিতায় নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, নবাগত উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সংঘের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, নবাগত উপদেষ্টা ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, নবাগত উপদেষ্টা থানা মসজিদের খতিব প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সংস্থার সভাপতি আফজাল ফোয়াদ অভি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন বাবু, শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলামসহ সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই বুধবার কলারোয়ায় দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত আরও দুই নারীকে এই সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন ইউএনও রুলী বিশ্বাসসহ উপদেষ্টামন্ডলীরা।