ইউক্রেনে খাদ্যশস্য রফতানি করবে রাশিয়া, চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক:
কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি করতে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া-ইউক্রেন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ঐ চুক্তিতে রাশিয়া ও ইউক্রেন ছাড়াও জাতিসংঘ এবং তুরস্ক সই করেছে।
খাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকায় বেশ কিছুদিন ধরে এই চুক্তির জন্য তুরস্ক এবং জাতিসংঘ রাশিয়া ও ইউক্রেনের ভেতর মধ্যস্থতা করছিল।
ইস্তাম্বুলে গিয়ে রাশিয়ার হয়ে চুক্তিতে সই করেন তাদের প্রতিরক্ষামন্ত্রী শোইগু। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ।
এদিকে এই চুক্তির ফলে রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করবে, যাতে ইউক্রেন থেকে জাহাজে করে খাদ্য রফতানি হতে পারে।
তুরস্ক বলছে, এই চুক্তির ফলে শুধু ইউক্রেন নয়, কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার খাদ্য রফতানিও সহজ হবে।
Please follow and like us: