কলারোয়ার কয়লা ইউনিয়ন মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে  সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

কামরুল হাসান।।
২০২১–২০২২ সালে পরিবার পরিকল্পনা মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায়  সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ। যার স্বীকৃতি স্বরূপ  ক্রেস্ট ও সনদপত্র অর্জন করেছে কলারোয়া উপজেলার ৩ নম্বর  কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা৷ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “৮০০ কোটির পৃথিবী,  সকলের  সুযোগ,  পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা  সভায়  প্রধান অতিথি সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও পরিবার পরিকল্পনা বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক রওশন আরা জামান সাক্ষরিত      প্রশংসাপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সফলভাবে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নকারী ইউপি চেয়ারম্যানদের মাঝে৷
কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা বলেন, “পরিশ্রম সকল সফলতার অন্যতম শক্তি৷ জেলার শ্রেষ্ঠত্ব অর্জনের এ দাবিদার আমার প্রিয় এলাকাবাসী। তাঁদের উৎসাহ সহযোগিতায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন ও মানুষের কল্যাণে হয়রানিমুক্তভাবে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে দিয়ে কাজ করছি৷” এমনি ভালো কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসী,   সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামানসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)