‘ইয়াবা কুইন’ রোজিনার বিরুদ্ধে দুদকের মামলা
নিউজ ডেস্কঃ
কক্সবাজার শহরের আলোচিত ‘ইয়াবা কুইন’ রোজিনা আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন এ মামলা করেন।
রোজিনার বিরুদ্ধে ২৭ লাখ ৮৯ হাজার ৭৭৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ জ্ঞাত-আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৪৭ লাখ ৯২ হাজার ২৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রোজিনা কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার রিয়াজ আহমদ ইলিয়াসের স্ত্রী।
রোজিনা তার দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ হিসেবে কক্সবাজার সদরে জমি কেনা বাবদ ২৭ হাজার ৮৬ হাজার ৮০০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। তার অস্থাবর সম্পদ হিসেবে স্বর্ণ, আসবাবপত্র, ব্যবসার মূলধন হিসাবে ৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকার অর্জনের ঘোষণা যাচাইয়ে ৬ লাখ ৩০ হাজার ৪৭৭ টাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উপসহকারী পরিচালক (ডিএডি) নাছরুল্লাহ হোসাইন বলেন, অপরাধ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক সজেকা চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক আবদুল মালেকের তদন্ত প্রতিবেদন মূলে রোজিনা আকতারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে রোজিনা আকতার বলেন, বিষয়টি আমি এখনো জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম। দুদকে মামলা হওয়ার মতো আমার কোনো সম্পদ নেই।