শ্যামনগরে জমিসহ বাড়ির মালিকানা পেল ৩৫টি ভূমিহীন পরিবার
অনাথ মন্ডল, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।
২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।
মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ হতে এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে এবং তৃতীয় পর্যায়ের বরাদ্ধকৃত ১৮৯টি ঘরের মধ্যে গত ২৬ এপ্রিল প্রথম ধাপে ৮৫টি ঘর হস্তান্তর করা হয় আজ ৩৫টি ঘর হস্তান্তর করা হল, বাকি ৬৯টি ঘর এখনো নির্মাণাধীন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোও হস্তান্তর করা হবে।
এবারের ঘর হস্তান্তর শেষে উপজেলায় মোট ৪৮০টি গৃহহীন পরিবার সরকারের উপহারের ঘরের মালিক হলেন।
Please follow and like us: