কলারোয়ায় ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫টি পরিবার
কামরুল হাসান।। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ের ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ৩৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করেছেন কলারোয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ। উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে একজন মানুষ ও ভূমিহীন, গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে কলারোয়া উপজেলায় ৩৫টি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ান প্রস্তুত করা হয়েছে। ঘর প্রতি বরাদ্দ ছিল ২ লক্ষ ৫৯ হাজার টাকা। এ সময় আরও উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কলারোয়া উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধান ও জমিও গৃহ প্রাপ্ত ৩৫ জন উপকারভোগী।
Please follow and like us: