কলারোয়ায় কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্তদের মাঝে এসডিএফ’র উদ্যোগে আর্থিক অনুদান দিলেন– এড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি
Post Views:
২৮৩
কামরুল হাসান।। কলারোয়ায় ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ)’র উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উপকারভোগী পরিবারের মাঝে RELI প্রকল্পের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ওই অনুদানের অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসডিএফ’র যশোর অঞ্চলের পরিচালক মো. হেদায়েত উল্লাহ, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল সহ এসভিএফ’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে কোভিড-১৯ এ ( করোনা ভাইরাস) আক্রান্ত ক্ষতিগ্রস্থ উপজেলার ২৯৭৬ পরিবারের মাঝে ১ কোটি ২৮ লাখ ৮৬ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।