তালায় দূনীতির খবর প্রকাশের পর বিদ্যালয়ে সংষ্কার কাজ শুরু
ফারুক সাগর:
তালার পাটকেলঘাটায় জে সি এস বিদ্যালয়ের এডিপি প্রকল্পের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের পর সংস্কার কাজ শুরু হয়েছে। গত ১৩ জুলাই সাতক্ষীরার আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর লড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ।
তালার পাটকেলঘাটায় জে সি এস বিদ্যালয়ের এডিপি প্রকল্পের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের পর সংস্কার কাজ শুরু হয়েছে। গত ১৩ জুলাই সাতক্ষীরার আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর লড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুরশিদা জানান, প্রকল্পের বরাদ্ধ পেয়ে ইতিমধ্যে বিদ্যালয়ের সংষ্কার কাজ শুরু হয়েছে। তবে সংবাদ প্রকাশের জেরে প্রকল্প কর্মকর্তা পুরো টাকাই বিদ্যালয়ের সভাপতির হাতে তুলে দিয়েছেন বলে অপকটে স্বীকার করেন তিনি ।
বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল্লাহ জানান, এডিপি প্রকল্পের ভ্যাট বাদে ১লক্ষ ১২হাজার টাকা বরাদ্ধ পেয়েছি। এই টাকা দিয়ে বিদ্যালয়ের সংষ্কার কাজ চলছে।
সূত্রে জানা যায়, চলতি বছরে ২০২১-২২ অর্থ বছরে পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে জে সি এস বিদ্যালয়ের এডিপি প্রকল্পে ১লক্ষ ২৭হাজার টাকা সংস্কারের জন্য বরাদ্ধ হয়। কিন্ত সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই সরকারী অসাধু কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের টাকা আত্মসাৎতের চেষ্টা করে। অতঃপর বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দূর্নীতি ঢাকতে তড়িঘড়ি করে বিদ্যালয়ের কাজ শুরু করেন প্রকল্পের কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান।
Please follow and like us: