কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর কারাদণ্ড
আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য মিশানোর অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় বিনষ্ট করা হয়েছে জব্দ ১’শ কেজি বাগদা চিংড়ি।
সে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়ি গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে।
রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ধলবাড়িয়া ইউনিয়নে গোলাম হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়ি ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়,সাবু, তেলাকচু পাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশানো ১’শ কেজি চিংড়ি জব্দ করেন তিনি। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করেছেন। এছাড়া ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জড়িমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরো দশ দিনের কাড়াদন্ড প্রদান করেছেন বলে জানান তিনি।
Please follow and like us: