স্কুলে বসেই দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ
স্পোর্টস ডেস্কঃ
এক বছরের মধ্যে দুইটি কোপা আমেরিকা ও ফাইনালিজিমা শিরোপা জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। এছাড়া তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। আসন্ন কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার ওপর প্রত্যাশা অনেক বেশি।
যে কারণে বিশ্বকাপ শুরুর চার মাস আগেই ঘোষণা করে দেওয়া হলো কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির সব স্কুলে টিভিতে সরাসরি দেখার ব্যবস্থা করা হবে। আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এ খবর।
সাধারণত আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। এবার কাতার বিশ্বকাপে সেসবের কিছুই প্রয়োজন পড়বে না। আর্জেন্টিনার সব সরকারি স্কুলে সরাসরি দেখানো হবে লিওনেল মেসিদের খেলা।
জেমি পারজাইক বলেছেন, আর্জেন্টিনায় ছেলেপেলেরা বিশ্বকাপের ম্যাচ দেখার আবদার জানিয়েছে। আমার মতে, এটি গুরুত্বপূর্ণ যে তারা স্কুলেই যেনো ম্যাচগুলো দেখতে পারে। বিশ্বকাপ খেলাধুলার পাশাপাশি একটি সাংস্কৃতিক উৎসবও। স্কুলগুলোকেও এই সংস্কৃতি ধারণ করতে হবে।
তিনি আরো বলেছেন, সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের সুষ্ঠু চর্চার ব্যবস্থা থাকতে হবে। এসব বিষয়ে পূর্ণ জ্ঞান দিতে হবে। প্রতিটি স্কুলে উৎসবের সহিত এটি করা উচিত। প্রতিটি কাউন্সিলের এ বিষয়ে নিয়ম থাকা উচিত। এসব কাজ অবশ্যই ভালোভাবে এগোনো দরকার।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের খেলা। আসরের দ্বিতীয় দিন আর্জেন্টাইন সময় সকাল ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ৩০ নভেম্বর পোল্যান্ড ও ৬ ডিসেম্বর তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ দুইটি ম্যাচ হবে আর্জেন্টাইন সময় বিকেল ৪টায়।