ডুমুরিয়ার ঈসা কলেজ এমপিও হওয়ায় খুলনা-৫ সংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপিকে ফুলেল শুভেচ্ছা
Post Views:
৩৭৭
আব্দুর রশিদঃ
ডুমুরিয়ার সৈয়দ ঈসা বিএম কলেজ এমপিও ভুক্ত করায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে মহোদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষক বৃন্দ। শনিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় ডুমুরিয়া নারায়ণ চন্দ্র চন্দ এমপি স্যারের বাসায় কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক কর্মচারীগণ ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । এসময় এমপি মহোদ্বয় সকল শিক্ষকদের খোজ খবর নেন। তিনি বলেন, শিক্ষা ব্যাবস্হাকে আরও উন্নত শিখরে নিয়ে যেতে হবে। সকল প্ শিক্ষকের প্রতি বলেন পড়ালেখার মান উন্নয়নে বেশী মনোনিবেশ সহকারে ক্লাসে পাঠদান করাতে হবে।
এ সময় আরও উপস্হিত ছিলেন সহকারী অধ্যাপক ও কলেজের শিক্ষক প্রতিনিধি জি এম ফারুক হোসেন, প্রভাষক বিজন কুমার রায়, প্রভাষক গোবিন্দ ঘোষ, প্রভাষক আবুল হাসান, প্রভাষক আব্দুর রাজ্জাক (জেনারেল), প্রভাষক তপন কুমার পশারী, প্রভাষক সমীর দে গোরা প্রভাষক মাইকেল রায়, প্রভাষক নির্মলা মল্লিক, প্রভাষক আমিনা চৌধুরী, ক্রিড়া শিক্ষক গফফার বাওয়ালী, প্রভাষক শংকর কুমার রায়, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, প্রভাষক দিপঙ্কর সুর, প্রভাষক সুব্রত নন্দী, প্রভাষক শেখ আমজাদ হোসেন, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক জি এম কবির হোসেন , প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক নাজমা আক্তার শিউলী, প্রভাষক আখতারুজ্জামান চঞ্চল, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক দিলীপ নন্দী, লাইব্রেরীয়ান কামরুল ইসলাম, অফিস সহকারী সুরঞ্জন ঘোষ,অফিস সহকারী আবুল হাসান, প্রভাষক আব্দুল হামিদ, কম্পিউটার ডেমু বিধান মন্ডল,
উল্লেখ্য,গত ৭ জুলাই ২০২২ সরকার এমপিও মুক্তির তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় ডুমুরিয়ার সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাম অন্তর ভুক্তি হয়। জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর সৈয়দ ঈসা বিএম কলেজ পূর্ণাঙ্গ এমপিও ভুক্ত পেয়েছে। কলেজ শিক্ষকদের মাঝে যেন ঈদের আনন্দ বিরাজ করছে। উৎসব মুখর পরিবেশে কলেজের সকল শিক্ষক কর্মচারীগণের মধ্যে মিষ্টি মুখ বিতরন করেন। সকলের মাঝে যেন উৎসবের আনন্দ বিরাজ করছে। এ সময় কলেজের অধ্যক্ষ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা , মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি কে ধন্যবাদ ধন্যবাদ জানান । কলেজটি ২০০১ সালে খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘেনা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ঈসা’ নাম করণে কলেজটির স্থাপিত হয়। সে সময় ২০০৪ সালে মে মাসে কলেজটির কারিগরি শাখা সরকারি ভাবে এমপিও ঘোষনা লাভ করে। তার পর দীর্ঘ ১৭ টি বছর জেনারেল শাখা নন এমপিও অবস্হায় শিক্ষক কর্মচারীগণ মানবেতর ভাবে জীবন যাপন করে আসছে। এমপিও ভুক্তির জন্য সরকারী সকল শর্ত পূরণ করে গত বছর কলেজটি আবেদন করে। গতকাল সরকারী ভাবে এমপিও ভুক্তির তালিকায় সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কজেটি নাম অন্তরভুক্তি হয়। এ সংবাদটি পেয়ে কলেজ শিক্ষকদের মধ্যে আনন্দের উৎসব বিরাজ করছে।