সংগঠন ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এস এম হাবিবুল হাসান :
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের উদ্দ্যোগে দিনব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল থেকে দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিট সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠন ব্যাবস্থাপনা ও যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালার অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক হাফিজুর রহমান।
সূচনা বক্তব্য মাধ্যমে শুরু হওয়া কর্মশালাটিতে ফ্যাসিলেট করেন রাইসুল ইসলাম। বক্তব্যের প্রথমেই দেশের প্রতি শ্রদ্ধা রেখে দেশের গান ও অংশগ্রহণকারীদের পরিচয় পর্বের মধ্য দিয়ে কর্মশালা শুভ সূচনা করা হয়।
এরপর ধারাবাহিক ভাবে কর্মশালায় সংগঠন সম্পর্কে এবং সংগঠনের নীতিমালা বিষয়ে কর্মশালায় আলোচানা করেন খাদিজা পারভীন, সংগঠন ব্যবস্তপানা ও সংগঠন কাঠামো সম্পর্কে হাবিবুর রহমান এবং সেচ্ছাসেবা ও সেচ্ছাসেবীদের কার্যক্রম নিয়ে রিয়াজ হোসেন।
এছাড়া রেজুলেশন,রিপোর্ট লেখা, কর্মপরিকল্পনা তৈরি,দলীয় কাজের দক্ষ বৃদ্ধি ও দলীয় কাজ নিয়ে আলোচনা করেন রাইসুল ইসলাম। কর্মশালার শেষ অংশগ্রহনকারীদের প্রত্যাশা-প্রাপ্তি ও মূল্যায়ন মাধ্যমে কর্মশালাটি সমাপনী ঘোষানা করা হয়।
Please follow and like us: