উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার জেরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ইউক্রেন।
এর আগে রাশিয়া ও সিরিয়া ইউক্রেনের দনবাসের দোনেৎস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)- কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এরপর উত্তর কোরিয়ার এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে মনে করি আমরা।
সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেছে উত্তর কোরিয়া।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ডিপিআরের নেতা ডেনিস পুশলিন উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আশা করছেন।