তালায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
Post Views:
৩৯০
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার উক্ত বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়।এর আগে মঙ্গলবার (১২ জুলাই) থেকে জাঁকজমকপূর্ণ বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল মুড়াকলিয়া গ্রামে ঐ কিশোরীর বাড়িতে । আর আনুষ্ঠানিকতা ছিল বুধবার দুপুরে ।
এলাকার কিছু সচেতন মহল ও বে-সরকারী সংস্থার কর্মীদের খবরের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই উক্ত বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুচলেকাসহ অন্যান্য বিষয়ে অঙ্গীকার সম্পাদিত হয়েছে । তবে মুচলেকায় বন্ধে বাল্যবিবাহগুলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত মনিটরিং করা জরুরি বলে সচেতন মহল মন্তব্য করেন ।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ।