কুমির গিলে খেল আট বছরের বালককে,পেট কাটতে চায় এলাকাবাসী
আন্তর্জাতিক ডেস্কঃ
নদীতে গোসল করতে নেমেছিলো আট বছরের বালক। বিশালাকার এক কুমির টেনে নিয়ে গেল বালককে। তারপর গিলে খেল। এই ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের শেওপুরের চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামে বালকটি। সে সময়ই বালকটিকে টেনে নিয়ে গিয়ে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখা মাত্রই বালকটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তাঁরা। তার পর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
ভারতের গণমাধ্যমে বলা হয়, সোমবার (১১ জুলাই) সকালে চম্বল নদীতে গোসল করতে নামে বালকটি। সে সময় বালকটিকে টেনে নিয়ে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখা মাত্রই তার পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দঁড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। এরপর টেনে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
স্থানীয়রা দাবি করেন, কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তাদের হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন তারা।
পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে জানান।
রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরা জানিয়েছেন, বালকটিকে গিলে খেয়েছে কুমির। তারপরই তারা কুমিরটিকে ধরেন।
তবে শেষ পর্যন্ত কুমিরের পেট থেকে বালককে বের করা গিয়েছিলো কি না তা জানা যায়নি।