ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে
আসাদুজ্জামানঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র
ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টায়
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নামাজে ইমামতি করেন, পুরাতন কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ
মাওলানা জালাল উদ্দীন। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮ টায় একাডেমি
মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় নামাজে অংশ নেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন
কবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক,
সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
ঈদের নামাজ শেষে দেশ-জাতির সম্মৃদ্ধি ও শান্তি কামনা এবং করোনা
মহামারি থেকে দেশের সকল মানুষের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা
হয়। এরপর মুসুল্লিরা আল্লার নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে যে যার
সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন ।