জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
এর আগে, রোববার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাত পড়তে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। পল্টন মোড় হয়ে মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে তিনটি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।
ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তীক্ষ্ণ নজরদারি করে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পর ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়।
তবে এ নিয়ে কারও মনে কোনো ক্ষোভ দেখা যায়নি। বরং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলায় দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরাও সন্তোষ প্রকাশ করেছেন।
ঈদগাহ প্রাঙ্গণে অজুর ব্যবস্থা, স্বাস্থ্য সেবাকেন্দ্র এবং র্যাবের কন্ট্রোল রুম রাখা হয়। এছাড়া ঈদগাহের মূল গেটও বর্ণিল সাজে সাজানো হয়।
এদিকে দেশের করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঈদুল আজহা উদযাপন এবং ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে ঈদগাহ ও মসজিদে আসতে বলা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে ঈদগাহ ও মসজিদের অজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।