কালিগঞ্জে দুই ডাকাত গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের দুই সদস্য আটক হয়েছে। শনিবার রাতে যশোর ও ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের পর তাদের নিকট উদ্ধার হয়েছে লুণ্ঠিত মালামাল।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, গত ৩১ মে গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। এসময় ডাকাত চক্র বাড়ির গ্রীল কেটে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এর মধ্যে সর্বশেষ শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আনছার মোল্যার ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) যশোর থেকে এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে আবু বক্কর সিদ্দিককে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত দলের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের নিকট একটি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুলসহ ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল কাটার যন্ত্র, একটি গাছি দা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।
Please follow and like us: