সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৪জন মাদক ব্যবসায়ী আটক
শহীদুজ্জামান শিমুল ,সাতক্ষীরা :
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশের অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার ( ০৬ জুলাই) রাতে কাজীরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের তল্লাশি করে অবৈধ নেশা জাতীয় ৮৫পিচ ইয়াবা টেবলেট উদ্ধার ও একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয় যার নম্বর ঢাকা মেট্রো-খ-১১-২৭১৩।
আটককৃতরা হলেন যশোর জেলার ঝিকরগাছার কানার আলী গ্রামের আবু সায়ীদ খানের ছেলে মো. সংগ্রাম খান (২৩) আলাউদ্দিন গোলদারের ছেলে রিকন গোলদার (২২) মাঠশিয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে আবু সায়ীদ গাজী(৩০) সোনাপুর শেখপাড়া গ্রামের মীর হাফিজুর রহমান ছেলে মীর সুলতান (২৩)।
জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশের ওসি বাবুল আক্তার জানান, বুধবার রাতে নাভারণ থেকে একটি প্রাইভেটকার মাদকদ্রব্য বহন করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজীরহাট এলাকায় একটি সাদা রং এর প্রাইভেটকার সিগন্যাল প্রদান করা হয়। প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী করে ৮৫ পিচ নেশা জাতীয় ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং ৪ জন মাদক ব্যয়সায়ীকে আটক করা হয়। তিনি আরও বলেন তারা দীর্ঘদিন মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান পরিচালনা করে পুলিশের এসআই শিমুল হালদার , এ.এস.আই মাজেদুল ইসলাম, শাখা , সাতক্ষীরা, এ.এস.আই এম.ডি মাইনুল ইসলাম , মোহাম্মদ আলী প্রমুখ। ###