তালা উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত
Post Views:
৩৪৫
ফারুক সাগরঃ
তালা উপজেলার উচ্চ মাধ্যমিক,ম্যাধমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে । মাছিয়াড়া দাখিল মাদ্রাসা,হরিশচন্দকাটি ম্যাধমিক বিদ্যালয়, মাগুরা আইডিয়াল মহিলা কলেজ, কবোতাক্ষ হাইস্কুল,আদর্শ গার্লস হাইস্কুল,পার মাদরা পল্লীশী হাইস্কুল,কবি সিকান্দার আবু জাফর জুনিয়র হাই স্কুল সহ তালা পাবলিক হাইস্কুল এমপিও ভুক্ত হয়েছে ।
এ অঞ্চলের শিক্ষা অনুরাগীদের অনেক দিনের প্রাণের দাবি পূরণ হয়েছে ।যদিও এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয় নাই ।তারপরও সরকারের এই প্রক্রিয়া চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাগুরা আইডিয়াল মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক হিরণ্ময় মন্ডল ।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক ভাবে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ও ভুক্ত করা হয়েছে ।পরবর্তীতে ধাপে ধাপে আরও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ও ভুক্ত করা হবে ।