ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন নয়
নিউজ ডেস্কঃ
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনাে মােটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ১৫ সেপ্টেম্বর থেকে মােটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার বিআরটিএ’র প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত গত ১৪ জুন অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংক্রান্ত স্মারকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মােটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনাে মােটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।
এ বিষয়ে পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও স্মারকে বলা হয়েছে।
Please follow and like us: