সুন্দরবনের ১০ কিঃমিঃ”র মধ্যে গড়ে উঠেছে নিষিদ্ধ সমিল ও বরফ মিল
আশিকুজ্জামান লিমন:
পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অনুযায়ী উপকূল সুন্দরবন অঞ্চলের ১০ কিঃমিঃ”র মধ্যে বিশেষ করে সমিল, বরফ মিল কারখানা তৈরি করা যাবে না ৷ কিন্তু পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞাকে অমান্য করে ইচ্ছে মত সমিল, বরফ মিল কারখানা তৈরি করছে ৷ অবৈধ এই কারখানাগুলো থেকে সরকার পাচ্ছে না কোন কর ৷
যত্রতত্র স্থানে এমন ধরনের কারখানা তৈরিতে পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবী করেছেন সচেতন মহল ৷ তবে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম বলছেন অফিসে জনবলে কম বিধায় বাইরে তদারকি করতে সমস্যা হচ্ছে ৷ যারা অবৈধ কারখানা তৈরি করছে তাদের বিরুদ্ধে দ্রুতে ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ আর এই সব কারাখানার বিদ্যুৎ সংযোগ দিতে পল্লীবিদ্যুৎ বিভাগ সঠিক তদন্ত করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলেন৷
তবে পল্লীবিদুতের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ সালাউদ্দিন বলেন, সঠিক তদন্ত করেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে ৷
Please follow and like us: