আশাশুনি বাজার রক্ষায় নাগরিক সমাজের সভা
Post Views:
২৫৯
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি সদর বাজার রক্ষার দাবীতে আশাশুনি নাগরিক সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১.৩০ টায় সদর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের গণসংযোগ কমিটির আহবায়ক ও নাগরিক সমাজের সিঃ সহ- সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। অবঃ শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, জি এম আল- ফারুক, এম এম সাহেব আলি, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, মহানন্দ, মহিলা মেম্বার মারুফা খাতুন, ময়না খাতুন, জামিরুল, বাবু, আমিরুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় বাজার রক্ষা ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার সুযোগ দান কার্যকর করে টেকসই ভেড়ী বাঁধ নির্মান কাজ সুপরিকল্পিত ভাবে এগিয়ে নেওয়ার দাবীর বিষয়ে সর্ব সম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এব্যাপারে ইউনিয়ন পরিষদ তথা ইউপি চেয়ারম্যান নাগরিক সমাজের সকল কার্যক্রমে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।