করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫
অনলাইন ডেস্ক :
করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ২২৮৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের। মারা যাওয়াদের মধ্যে পুরষ ৯ জন ও নারী তিনজন করে। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬২৩ জন আর নারীদের সংখ্যা ১০ হাজার ৫৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন। তাদের মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।