শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী আটক
Post Views:
৩৬৯
অনাথ মন্ডলঃ
শ্যামনগরে ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ০১ জুলাই আনুমানিক বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার সোনাডাঙা থানার হাফিজ নগর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর পুত্র মোঃ জামাল মাতব্বর (২৫) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মোঃ ইস্রাফিল গাজীর পুত্র মোঃ ফারুক হোসেন (২৮)।
কোস্ট গার্ড জানান, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।