মানহানির অভিযোগে রোনালদোর মামলা
স্পোর্টস ডেস্কঃ
মানহানির অভিযোগে প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে মামলা করতে নিজের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
এর আগে রোনালদোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক নারী। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। তাই এবার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন সিআর সেভেন।
রোনালদোর আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন এরই মধ্যে সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন। স্টোভাল এখন পর্যন্ত কোনও উত্তর দেননি। তবে ৮ জুলাইয়ের মধ্যে তাকে উত্তর দিতে হবে।
বছর কয়েক আগে এক মহিলা রোনালদোর বিরুদ্ধে মামলাটি করেছিলেন। তার অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলে রোনালদো তাকে শারীরিক নির্যাতন করেছিলেন।
১৩ বছর আগের সেই ‘ঘটনা’ নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি অভিযোগকারী মহিলার আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন। আদালতের বক্তব্য, অভিযোগকারীর আইনজীবীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছিলেন।
- এখন রোনালদো কতটা ক্ষতিপূরণ পান সেটাই দেখার।